জলপরী লিনা

একদা গভীর সমুদ্রে লিনা নামের এক জলপরী বাস করতো।

একদিন লিনার বাবা তাকে ডেকে বললো, “লিনা, আমি সমুদ্রে তোমার জন্য একটি গুপ্তধন লুকিয়ে রেখেছি। সেইটি খুঁজে নিয়ে এসো।”

গুপ্তধন খুঁজতে খুঁজতে লিনা একটি ঝিনুকের মধ্যে ছোট্ট এক রাজপুত্রকে ঘুমিয়ে থাকতে দেখলো। রাজপুত্রটি এতই ছোট ছিলো যে, লিনা তাকে এক হাতের মুঠোয় ধরতে পারত।

রাজপুত্রের ঘুম ভাঙাতে মায়া হলো লিনার। রাজপুত্রকে রেখেই লিনা তার বাবার কাছে ফিরে আসলো।

লিনা খালি হাতে কেনো এসেছে তা শোনার পর বাবা বললো, “রাজপুত্রের ঘুম ভাঙাতে হবে না। তুমি ঝিনুকসহই রাজপুত্রকে নিয়ে এসো।”

লিনা নিয়ে আসলো। লিনার বাবা ঝিনুকটি ঘষলো। রাজপুত্রের ঘুম ভাঙলো এবং সে ঝিনুকের ভেতর থেকে বেরিয়ে আসলো।

ছোট্ট রাজপুত্র লিনার চেয়েও বড় এক রাজপুত্রে পরিণত হলো। লিনা ও রাজপুত্র একে অপরকে বিয়ে করলো এবং সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: বড়দের আদেশ মেনে চললে লাভবান হওয়া যায়