ঘুমন্ত রাজকুমারী

একদা এক রাজা-রাণী সিদ্ধান্ত নিলেন তাদের রাজকন্যার ১৮তম জন্মদিন অনেক জাঁকজমকভাবে পালন করবেন।

রাজার নিজের রাজ্য তো বটেই, এমনকি পাশের রাজ্যগুলো থেকেও গণ্যমান্য ব্যক্তিবর্গকে নেমন্ত্রন করা হলো।

কিন্তু রাজা-রাণী এক ডাইনিকে দাওয়াত করতে ভুলে গেলেন। ডাইনির অনেক রাগ হলো। রাজকন্যার জন্মদিনে এসে ডাইনি তাকে ঘুম পাড়িয়ে দিলো।

রাজকন্যাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে রাজা-রাণী অস্থির হয়ে উঠলেন। কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না।

হতাশ রাণী একদিন আনমনে বাগানে হাঁটছিলেন এমন সময় এক ব্যাঙ তাঁকে বললো, “রাণী মা, কোন এক রাজকুমারের ভালোবাসাই পারবে রাজকন্যাকে ঘুম থেকে জাগাতে।”

সেই রাজকুমারকে খোঁজার জন্য রাণী দূরদূরান্তের বিভিন্ন রাজ্য থেকে রাজকুমারদের ডেকে পাঠালেন। কিন্তু কোনো লাভ হলো না।

এভাবে কয়েক বছর কেটে গেলো। হঠাৎ একদিন এক রাজকুমার আসলেন। রাজা-রাণী তাঁকে তাঁদের দুঃখের কথা বললেন।

সব শুনে রাজকুমার ঘুমন্ত রাজকুমারীর হাতে চুমু খেলেন এবং রাজকুমারী ঘুম থেকে জেগে উঠলেন।

ঘুমন্ত রাজকুমারী বললেন, “রাজকুমার, আপনি এসেছেন!?”

রাজকুমার উত্তর দিলো, “হ্যাঁ, প্রিয় রাজকুমারী। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি।”

ধুমধাম করে ঘুমন্ত রাজকুমারী ও রাজকুমারের বিয়ে হলো এবং তারা সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: ভালোবাসা দিয়ে রাগকে জয় করা সম্ভব