বড় প্যানকেক

একদিন জনি নামের এক ছেলে প্যানকেক খেতে চাইলো। মা বললো, “ঠিক আছে, জনি। আমি তোমাকে প্যানকেক বানিয়ে দিব যদি তুমি আমাকে সাহায্য করো।”

জনি বললো, “মা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করবো কিন্তু আমি নিজের জন্য বড় একটি প্যানকেক বানাবো।”

জনি নিজের জন্য সবচেয়ে বড় প্যানকেক বানালো। প্যানকেকটি চুলা থেকে নামিয়ে প্লেটে রাখামাত্রই জনিকে অবাক করে সেটি কথা বলে উঠলো।

প্যানকেক বললো, “জনি, তুমি কি বড় প্যানকেক একাই খাবে নাকি তোমার ভাইবোনের সাথে ভাগাভাগি করে খাবে?”

জনি বললো, “ভাইবোনের সাথে ভাগাভাগি করে খাবো।”

প্যানকেক অনেক খুশি হলো এবং বললো, “তুমি বেশ ভালো ছেলে, জনি। পুরস্কার হিসেবে আমি তোমাকে বিশাল বড় একটি প্যানকেক বানিয়ে দিবো।”

জনিকে বিশাল বড় একটি প্যানকেক বানিয়ে দিয়ে জনির প্যানকেকটি চলে গেলো।

জনি ও তার ভাইবোনের সাথে মজা করে বিশাল প্যানকেক খেলো। পেট ভরে খেয়েও বিশাল প্যানকেকটি তারা শেষ করতে পারলো না।

মা জনি ও তার ভাইবোনদের বললো, “দেখেছো, ভাগাভাগি করে খেলে কখনোই খাবার কম পড়ে না।”

শিক্ষা: ভাগাভাগি করে খেলে কখনোই খাবার কম হয় না