রাজকুমারী রাজলক্ষ্মী

একদা এক রাজ্যে রাজলক্ষ্মী নামের এক দয়ালু রাজকুমারী ছিলেন। তিনি সবসময় রাজ্যের মানুষদের সুখ ও সমৃদ্ধির ব্যাপারে খেয়াল রাখতেন।

হঠাৎ রাজলক্ষ্মীর রাজ্যে সকলের ঘুমের সমস্যা দেখা দিলো। কেউই রাতে আরাম করে ঘুমাতে পারছিলো না।

বেশ চিন্তিত হয়ে পড়লেন রাজলক্ষ্মী। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগলেন, কী করা যায়!

এমন সময় অদ্ভুত দেখতে এক ছোট্ট পাখি তাঁর কাছে আসলো। অদ্ভুত পাখি রাজলক্ষ্মীর দুশ্চিন্তার কারণ জানতে চাইলো।

রাজলক্ষ্মী বললেন, “আমার রাজ্যের লোকেরা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না, অদ্ভুত পাখি। কীভাবে তাদের নিশ্চিন্তে ঘুম পাড়ানো যায় তা নিয়ে আমি চিন্তিত।”

অদ্ভুত পাখি বললো, “রাজকুমারী, আপনি যদি গান গাইতে শুরু করেন তাহলেই সকলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে।”

রাজকুমারী বললেন, “আমার গান কী আর তোমার গানের মতো সুন্দর হবে!!”

অদ্ভুত পাখি বললো, “রাজকুমারী, আপনি গান গাইতে শুরু করেই দেখেন!”

রাজকুমারী রাজলক্ষ্মী গান গাইতে শুরু করলেন। অদ্ভুত পাখিও তাঁর সাথে গাইতে লাগলো। ধীরে ধীরে রাজ্যের সব মানুষ আরাম করে ঘুমিয়ে পড়লো।

শিক্ষা: যেকোনো সমস্যারই সমাধান আছে