বামন শিশুর মা

একদা এক পাহাড়ের চূড়ায় এক বামন পরিবার বাস করত। সে পরিবারে ছিলো দাদা, বাবা ও একটি শিশু বামন।

একদিন এক মেয়ে সেই পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে যাচ্ছিলো। বামন দাদা মেয়েটিকে বাসার ভেতরে আসতে আমন্ত্রণ জানালো।

একটি সাজানো গুছানো সুন্দর বাসা। বাসায় একটি ছোট্ট দোলনায় একটি শিশু শুয়ে খেলা করছে।

বামন দাদা বললো, “বামন শিশুটির মা নেই। তুমি কি ওর মা হবে?”

মেয়েটি বললো, “অবশ্যই, হবো। আজ থেকে আমি এই বামন শিশুর মা।”

মেয়েটি বামন শিশুকে বাসায় নিয়ে গেলো। সাথে শিশুটির বাবা এবং দাদাও গেলো। বামনরা মেয়েটির বাসার সব কাজ করে দিতো।

মেয়েটিকে কোনো কাজ করতে হতো না, সে শুধু বামন শিশুকে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করতে লাগলো। এভাবে বামন পরিবার নিয়ে মেয়েটি সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: সকলের মাঝে দয়া ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া উচিত