সঙ্গ দোষে লোহা ভাসে

একদিন এক পথিক হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়লো। পথে সে একটি শিকারির বাসা দেখতে পেলো। বিশ্রামের জন্য শিকারির বাসায় গেলো পথিক।

শিকারির একটি টিয়া পাখি ছিলো। শিকারির বাসায় যেতেই টিয়া পাখিটি পথিকের সাথে অনেক খারাপ ব্যবহার করলো।

বিরক্ত হয়ে পথিক সেখান থেকে চলে গেলো। পথে সে একটি সন্ন্যাসীর বাসা দেখতে পেলো। পথিক সেই বাসায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলো।

সন্ন্যাসীরও একটি টিয়া পাখি ছিলো। সেই টিয়াটি পথিককে অনেক আন্তরিকতার সাথে স্বাগত জানালো এবং ভদ্রভাবে কথা বললো।

পথিক সন্ন্যাসীর বাসায় রাত্রি যাপন করলো। পরদিন যাওয়ার সময় পথিক টিয়া পাখিকে বললো, “তোমার আতিথেয়তা আমার বেশ ভালো লেগেছে, বন্ধু। আবার দেখা দেখা হবে।”

টিয়া পাখিটি বললো, “আবার দেখা হবে, বন্ধু। ভালো থেকো।”

শিক্ষা: ভালো সঙ্গ পেলে আমরা ভালো মানুষ হতে পারবো