এক দয়ালু কাঠুরে একদিন কাঠ কাটতে যাচ্ছিলো। পথে দেখলো, দুষ্টদের পাতা ফাঁদে একটি ঈগল আটকা পড়েছে। দয়ালু কাঠুরে ঈগলটিকে সেই ফাঁদ থেকে উদ্ধার করলো।
এরপর সে কাঠ কাটতে একটি উঁচু পাহাড়ে উঠলো। কাঠ কাটা শেষে কাঠুরে যখন নিচে নেমে আসতে চাইলো, তখন খেয়াল করলো সে নিচে নামার রাস্তা ভুলে গেছে।
কোনো উপায় না পেয়ে অসহায় কাঠুরে পাহাড়ের একটি বড় পাথরের উপর বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগলো।
হঠাৎ সেই ঈগলটি তার কাছে নেমে আসলো, যাকে সে পাহাড়ে ওঠার আগে বাঁচিয়েছিলো। ঈগলটি ছোঁ মেরে কাঠুরের টুপি নিয়ে উড়ে গেলো। কাঠুরে বেশ রেগে গেলো।
টুপি ফিরিয়ে আনার জন্য সে ঈগলের পিছু পিছু ছুটতে লাগলো। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর কাঠুরে নিচে নামার পথ খুঁজে পেলো।
“ওহ, এই কারণে তুমি আমার টুপি নিয়ে পালিয়ে ছিলে!! তুমি চেয়েছিলে, আমি তোমার পিছু পিছু গিয়ে যেনো নিচে নামার পথ খুঁজে পাই! তোমাকে অসংখ্য ধন্যবাদ, বন্ধু।”, কাঠুরে ঈগলকে বললো।
শিক্ষা: ভালো কাজের ফল সবসময় মিষ্টি হয়