ভালুকদের আকাশে ওড়া

একদা এক গ্রামে দুইটি ভালুক হানা দিলো। একটি ছোট ভালুক, আরেকটি বড় ভালুক। ভালুকদের অত্যাচারে পুরো গ্রামবাসী অতিষ্ঠ।

এক পর্যায়ে তারা সাহায্যের জন্য হ্যান্স নামক এক দৈত্যের কাছে গেলো। হ্যান্স বেশ দয়ালু ছিলো। সে অন্যকে সাহায্য করতে পছন্দ করত।

গ্রামবাসীকে ভালুকের অত্যাচার থেকে রক্ষা করতে হ্যান্স প্রথমে বড় ভালুককে আকাশের অনেক উপরে ছুঁড়ে মারলো; যেনো সে আর নিচে ফিরে আসতে না পারে।

এবার হ্যান্স ছোট ভালুককে আকাশের ছুঁড়ে মারলো। ছোট ভালুক বড় ভালুকের চেয়ে হালকা হওয়ায় সে বড় ভালুকের চেয়ে আরো উপরে চলে গেলো।

বড় ভালুক ছোট ভালুককে বললো, “বন্ধু, আমি তো উপরে যেতে পারছি না। তুমিই বরং একটু নিচে আসো। আমরা আবার একসাথে খেলা করবো।”

ছোট ভালুক নিচে আসতে চেষ্টা করলো কিন্তু সে-ও নিচে আসতে পারলো না। তারা একে অপরের থেকে দূরে দূরে ভাসতে লাগলো। কখনোই আর একসাথে হতে পারলো না।

শিক্ষা: অন্যকে বিপদে ফেললে নিজেকে বিপদে পড়তে হয়