একদা এক গ্রামে এক রাখাল বালিকা ছিলো। সে এক চিমনি সুইপ-কে বিয়ে করতে চাইলো। কিন্তু বাধ সাধলো সেই গ্রামের পুরোনো একটি সেন্ট্রাল ঘড়ি।
সেন্ট্রাল ঘড়ি বললো, “রাখাল বালিকা আমার নাতনি। তার বিয়ে আমি ড্রাগনের সাথে দিবো। আমি ড্রাগনকে কথা দিয়েছি।”
বেশ মন খারাপ হলো রাখাল বালিকা ও চিমনি সুইপ-এর। এক হওয়ার জন্য তারা একটি বুদ্ধি বের করলো।
চুপ করে রাখাল বালিকা ও চিমনি সুইপ সেন্ট্রাল ঘড়ির পাশের বাসার চিমনির উপরে উঠলো। সেন্ট্রাল ঘড়ির মেশিনটা খুলে চিমনির উপর থেকে ফেলে দিলো।
সেন্ট্রাল ঘড়ি ভেঙে চুরমার হয়ে গেলো। সে আর কথা রাখার মতো অবস্থায় থাকলো না।
রাখাল বালিকা ও চিমনি সুইপ একে অপরকে বিয়ে করে সুখেশান্তিতে দিন কাটাতে লাগলো।
শিক্ষা: কখনো আশাহত হবেনা