টিনের সেপাই

একদিন এক ছোট্ট ছেলে তার জন্মদিনে ২৫টি টিনের সেপাই উপহার পেলো। সেপাইগুলোর মধ্যে একটি সেপাই এক পায়ে দাঁড়িয়ে ছিলো। সেপাইটির আরেকটা পা ছিলো না।

খেলাধুলা শেষ করে ছেলেটি টিনের সেপাইগুলোকে বাক্সে ভরে রাখছিলো এমন সময় এক পায়ের টিনের সেপাই একটি নৃত্যশিল্পী পুতুল দেখতে পেলো।

পুতুলটি নাচের ভঙ্গিমায় এক পা উপরে তুলে রেখেছিলো। এক পায়ের সেপাই ভাবলো, নৃত্যশিল্পী পুতুলটিরও তার মতো আরেকটি পা নেই। খুশি হলো এক পায়ের সেপাই।

নৃত্যশিল্পী পুতুলের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিলো সে। কিন্তু পরদিন সকালে ছেলেটি তাকে জানালের পাশে দাঁড় করিয়ে রাখলো।

দমকা বাতাসে এক পায়ের সেপাই উড়ে গেলো এবং একটি পুকুরে পড়লো। একটি মাছ তাকে গিলে খেয়ে ফেললো।

এক জেলে সেই মাছটি ধরে বাজারে বিক্রি করলো। ছেলেটির মা মাছটি কিনে আনলো। মাছটি যখন কাটা হলো তখন মাছের পেট থেকে এক পায়ের টিনের সেপাই বেরিয়ে আসলো।

ছেলেটি সেপাইটিকে ফিরে পেয়ে খুব খুশি হলো। তাকে আবার অন্য সেপাইদের সাথে সাজিয়ে রাখলো।

কিন্তু ছোট্ট ছেলেটির এক দুষ্ট বন্ধু এক পায়ের টিনের সেপাইকে ফায়ার প্লেস-এর আগুনে ফেলে দিলো। হঠাৎ ঝড় উঠলো এবং আগুন নিভে গেলো।

এক পায়ের টিনের সেপাইয়ের কোনো ক্ষতি হলো না। ফায়ার প্লেস-এর ছাই তুলতে গিয়ে ছেলেটি আবার এক পায়ের সেপাইকে খুঁজে পেলো।

এরপর থেকে ছেলেটি এক পায়ের টিনের সেপাইকে অনেক যত্ন করে রাখতো। ফলে এক পায়ের সেপাই ও নৃত্যশিল্পী পুতুল সারাজীবন একসাথে বসবাস করতে লাগলো।

শিক্ষা: প্রকৃত ভালোবাসা কখনো হারায় না