একদিন এক দুষ্ট রাক্ষস এক রাজকুমারীকে ধরে নিয়ে গেলো এবং একটি উঁচু দালানের মাথায় বন্দী করে রাখলো।
সাহায্যের আশায় প্রতিদিন রাজকুমারী “বাঁচাও! বাঁচাও!!” বলে চিৎকার করতো। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসতো না।
একদিন এক ড্রাগন সেই দালানের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো; এমন সময় সে রাজকুমারীর চিৎকার শুনতে পেলো।
ড্রাগন রাজকুমারীকে উদ্ধার করতে গেলো। ড্রাগনকে দেখে রাজকুমারী ভয় পেলো।
ড্রাগন রাজকুমারীকে অভয় দিয়ে বললো, “ভয় নেই, রাজকুমারী। আমি আপনার কোনো ক্ষতি করবো না। আমি আপনাকে সাহায্য করতে এসেছি।”
রাজকুমারী সাহায্যের জন্য হাত বাড়ালো, ড্রাগন তাকে তার প্রাসাদে উড়িয়ে নিয়ে গেলো। রাজার সৈন্যরা ভাবলো, ড্রাগনই রাজকুমারীকে বন্দী করে রেখেছিলো।
তারা ড্রাগনকে মারতে গেলো। রাজকুমারী তাদের থামিয়ে দিলো।
ড্রাগনের হাত ধরে রাজকুমারী বললো, “ড্রাগন আমার প্রাণ বাঁচিয়েছে। দয়া করে, তোমরা ওর কোনো ক্ষতি করোনা।”
মুহূর্তেই ড্রাগনটি এক সুদর্শন রাজকুমারে পরিণত হলো। রাজকুমার রাজকুমারীকে বিয়ে করে তাকে নিজের রাজ্যে নিয়ে গেলো।
তারা একসাথে সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।
শিক্ষা: একে অপরকে সাহায্য করলে জীবন সহজ হয়