শিকারি ও এক নেকড়ের গল্প

একদিন এক নেকড়ে বনের অন্য প্রাণীদের সাথে ঝগড়া শুরু করলো।

ঝগড়ার এক পর্যায়ে সে বললো, “তোমরা জানো, তোমরা কার সাথে ঝগড়া করছো? সবচেয়ে শক্তিশালী প্রাণীর সাথে ঝগড়া করছো তোমরা!”

নেকড়ের কথা শুনে এক শিয়াল বললো, “ভুল বললে, নেকড়ে মহাশয়। একজন যুবক তোমার চেয়েও শক্তিশালী।”

নেকড়ে বললো, “আমি যুবকের সাথে শক্তির পরীক্ষা করে প্রমাণ করে দিতে পারবো, আমিই সবচেয়ে বেশি শক্তিশালী।”

শিয়াল বললো, “ঠিক আছে। আমি যুবককে দেখলে তোমাকে জানাবো।”

কয়েকদিন পরে এক বয়স্ক লোক বনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। নেকড়ে জানতে চাইলো যে, সেই লোকটি যুবক কিনা।

শিয়াল বলল “না… ইনি একজন বয়স্ক লোক।”

পরেরদিন এক যুবককে বনের পাশ দিয়ে হেঁটে যেতে দেখে নেকড়ে একই প্রশ্ন করলো। শিয়াল উত্তর দিলো, “না… ছেলেটি যুবক নয়। সে অনেক ছোট।”

এরপর একদিন বনে এক শিকারি আসলো। তাকে দেখিয়ে শিয়াল বললো, “নেকড়ে, এই হচ্ছে যুবক।”

নিজের শক্তির প্রমাণ করতে গিয়ে নেকড়ে শিকারিকে আক্রমণ করলো। শিকারি তাকে বেধড়ক পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলো।

নেকড়ের অবস্থা দেখে শিয়াল হাসতে হাসতে নেকড়েকে বললো, “এইবার বলো, কে বেশি শক্তিশালী!”

শিক্ষা: সকলের সক্ষমতা জানা থাকলে বিপদ থেকে সহজেই রক্ষা পাওয়া যায়