ড্রাগনের ক্রিস্টাল বল

একদা এক রাজা জাহাজে করে পাশের রাজ্যে যাচ্ছিলেন। পথে তুমুল ঝড় উঠলো। নাবিক জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো।

অসহায় রাজা সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন। এমন সময় এক রাজসেনা জাহাজের হাল ধরলো এবং পাশের একটি দ্বীপে জাহাজটি ভিড়ালো।

দ্বীপটি একটি ড্রাগনের ছিলো। দ্বীপে নেমে রাজা একটি ক্রিস্টাল বল দেখতে পেলেন। ক্রিস্টাল বলটি হাতে নেওয়ামাত্রই ড্রাগন জেগে উঠলো।

রাজাকে তাড়া করলো সে। ছেলেটি রাজা হাত থেকে ক্রিস্টাল বলটি ছিনিয়ে নিয়ে রাজাকে বললো, “রাজা মশাই, আপনি দ্রুত জাহাজে উঠে আমাদের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিন। আমি আসছি।”

রাজসেনা সাহসিকতার সাথে ড্রাগনকে প্রতিহত করলো এবং ক্রিস্টাল বলটি নিয়ে সাঁতরে জাহাজে উঠলো।

রাজা বেশ খুশি হলেন। রাজ্যে ফেরার পর রাজা রাজসেনাটিকে মহামন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন।

শিক্ষা: সাহস এবং বীরত্বের পুরস্কার তুমি পাবেই