কাক ও রাজহাঁসের গল্প

একদিন একটি কাক এক রাজহাঁসকে বললো, “রাজহাঁস, তুমি এত সুন্দর কীভাবে?”

রাজহাঁস কাকের সাথে মজা করে উত্তর দিলো, “আমি সারাদিন পানিতে থাকি তো তাই আমি এত সুন্দর। তুমি যদি সুন্দর হতে চাও তাহলে তোমাকেও পানিতে থাকতে হবে।”

বোকা কাক রাজহাঁসের কথা বিশ্বাস করলো এবং পুকুরের ঠান্ডা পানিতে ঝাঁপিয়ে পড়লো। অনেকক্ষণ ঠান্ডা পানিতে বসে থাকার পর কাক কাঁপতে লাগলো।

ঠান্ডায় থাকতে না পেরে অবশেষে একটি গাছের উঁচু ডালে গিয়ে বসলো সে। কাকের অবস্থা দেখে রাজহাঁসসহ অন্য প্রাণীরা হাসাহাসি করতে লাগলো।

রাজহাঁস আবারো মজা করে বললো, “কাক, তুমি না আমার মতো সুন্দর হতে চাও? আসো, পানিতে আসো।”

কাঁপতে কাঁপতে কাক বললো, “ধন্যবাদ, রাজহাঁস। আমি যেমন আছি, তেমনই ভালো আছি। আমি তোমার মতো সুন্দর হতে চাই না।”

শিক্ষা: আমাদের সবসময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত