একদা এক জঙ্গলে অনেকগুলো পাখি বাস করতো। তারা সকলেই মিলেমিশে থাকতো। একদিন সেই জঙ্গলে একটি ম্যাকাও পাখি আসলো।
ম্যাকাও-এর সৌন্দর্য দেখে সকলে বেশ অভিভূত হলো। অবাক হয়ে দেখতে লাগলো তাকে। ম্যাকাও তা বুঝতে পারলো।
ম্যাকাও-এর নিজের প্রতি বেশ গর্ববোধ হলো। যেহেতু সবাই ম্যাকাও-কে খুব পছন্দ করতো তাই তারা ম্যাকাও-এর সব কথা শুনতো।
এই সুযোগ নিয়ে ম্যাকাও অন্য পাখিদের মধ্যে ঝগড়া বাঁধাতে শুরু করলো। এক বুদ্ধিমান পেঁচা ব্যাপারটা বুঝতে পারলো।
সে ম্যাকাও-কে বললো, “তুমি যা করছো, সেইটা কিন্তু ঠিক না। দয়া করে, তুমি পাখিদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে আমাদের জঙ্গলের শান্তি নষ্ট করোনা।”
রেগে গেলো ম্যাকাও। উচ্চস্বরে পেঁচাকে বললো, “আমি কী করবো, তা তুমি আমাকে শিখিও না।”
অন্য পাখিরা ম্যাকাও ও পেঁচার কথা শুনে ফেললো। তারা বুঝতে পারলো ম্যাকাও দুষ্ট
পাখি। তাই জঙ্গলের পাখিরা ম্যাকাও-এর সাথে কথা বলা বন্ধ করে দিলো।
ম্যাকাও নিজের ভুল বুঝতে পারলো এবং জঙ্গলের পাখিদের কাছে ক্ষমা চাইলো। এরপর তারা সকলে একসাথে মিলেমিশে বসবাস করতে লাগলো।
শিক্ষা: নিজেকে নিয়ে কখনোই গর্ব করতে নেই