এক কৃষকের একটি কুকুর ও একটি গাধা ছিলো।
কুকুরটি রাতে কৃষকের বাসা, জমি ও ধানের গোলা পাহারা দিতো। আর গাধাটি কৃষকের সাথে মালামাল আনা নেওয়ার কাজ করতো।
কুকুরটি সারাদিন বাসায় একা থাকতো। তাই কৃষক বাসায় আসলেই সে কৃষকের গায়ে ঝাঁপিয়ে পড়তো এবং কৃষকের কাছ থেকে অনেক আদর নিতো।
কুকুর কৃষকের কাছ থেকে এত আদর পায় দেখে গাধার অনেক হিংসা হলো।
গাধা ভাবলো, সে আজ থেকে কুকুরের মতো আচরণ করবে তাহলে সে-ও অনেক আদর পাবে।
যেই ভাবা, সেই কাজ। কৃষকের আদর পেতে গাধা খাবার টেবিলে উঠে কুকুরের মতো লেজ নাড়িয়ে নাচতে লাগলো।
টেবিলটি ভেঙে গেলো। এবার গাধা লাফ দিয়ে কৃষকের কোলে উঠতে জিহ্বা দিয়ে কৃষকের মুখ চাটতে লাগলো।
গাধার ভার সহ্য করতে না পেরে কৃষক মাটিতে পড়ে গেলো। মাজা ভেঙে গেলো কৃষকের।
গাধার এই পাগলামি সহ্য করতে না পেরে কৃষক ইচ্ছেমতো গাধাকে পেটাতে লাগলো। গাধা নিজের ভুল বুঝতে পেরে কৃষকের কাছে মাফ চাইলো।
শিক্ষা: অন্যের মতো হতে চেষ্টা করোনা