ঈগল ও বেজির গল্প

এক বনে একটি বড় গাছ ছিলো। সেই গাছের উপরে ছানাপোনাদের নিয়ে থাকতো একটি ঈগল, আর গাছের নিচে থাকতো বেজি।

বেজি ও ঈগল খুব ভালো বন্ধু ছিলো কিন্তু ব্যস্ততার কারণে তাদের খুব একটা কথা বলার সুযোগ হতো না।

একদিন এক দুষ্ট বিড়াল সেই গাছে এসে ঈগলকে বললো, “জানো, তোমার বেজি বন্ধু তোমার ছানাদের খেয়ে ফেলার কথা ভাবছে? তুমি খাবারের সন্ধানে গেলেই সে তোমার ছানাদের উপর হামলা করলো।”

দুষ্ট বিড়াল বেজিকেও একই কথা বললো। ছানাদের হারানো ভয়ে বেজি-ঈগল কেউই বাচ্চাদের রেখে খাবারের সন্ধানে যাচ্ছিলো না।

এভাবে কয়েকদিন কেটে গেলো। তাদের ছানারা ক্ষুধায় কান্নাকাটি শুরু করলো। বেজি ও ঈগল বুঝতে পারলো, দুষ্ট বিড়াল তাদের সাথে মজা করেছে।

আবারো তারা আগের মতো বন্ধু হয়ে গেলো এবং একসাথে বিড়ালকে শিক্ষা দিলো।

শিক্ষা: অপরিচিত কাউকে বিশ্বাস করা উচিত নয়