দুষ্ট ছেলের দল ও ব্যাঙ

একদিন কয়েকটি দুষ্ট ছেলে পুকুরের পাশের এক মাঠে খেলাধুলা করছিলো। খেলতে খেলতে তারা পুকুরে কিছু ব্যাঙ দেখতে পেলো।

দুষ্ট ছেলেদের একজন বললো, “এই চল, একটা মজার খেলা খেলি। আমরা সবাই ব্যাঙগুলোর দিকে ঢিল ছুঁড়বো। দেখি, কে কত জোরে ব্যাঙদের মারতে পারে!”

ছেলেটির কথা শুনে তার বন্ধুরা বেশ মজা পেলো এবং ব্যাঙদের দিকে ঢিল ছুঁড়তে লাগলো। অসহায় ব্যাঙ দল প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগলো।

এমন সময় একটি সাহসী ব্যাঙ অন্য ব্যাঙদের বললো, “আমাদের প্রতিবাদ করা উচিত। নাহলে আমাদের মধ্যে কেউ একজন ভীষণভাবে আঘাত পেতে পারে।”

সবাই সাহসী ব্যাঙের সাথে সহমত পোষণ করলো। ব্যাঙেরা দল বেঁধে দুষ্ট ছেলেদের তাড়া করলো।

দুষ্ট ছেলেরা ভয়ে মাঠ থেকে পালিয়ে গেলো।

শিক্ষা: অন্যকে বিপদে ফেলা ঠিক নয়