এক বনে একটি লেক ছিলো। সেই লেকটিকে ঘিরে অনেক প্রাণীর বসবাস ছিলো।
লেকে থাকতো বিভিন্ন ধরনের মাছ, লেকের পাশের ঝোপে থাকতো একদল ব্যাঙ, পাশেই গর্ত করে থাকতো খরগোশ, আর লেকের ধারের এক গাছে একটি সারস পাখি।
একদিন ব্যাঙ দল ভাবলো, এখানে একটি রাজা থাকা উচিত। তারা সূর্যকে রাজা বানানোর সিদ্ধান্ত নিলো।
ব্যাঙেরা সূর্যের কাছে বার্তা পাঠালো। সূর্য উত্তর দিলো, “আমার পক্ষে তোমাদের রাজা হওয়া সম্ভব নয়। তোমরা বরং সারস পাখি যেই গাছে থাকে সেই গাছকে রাজা নির্বাচন করো।”
সূর্যের কথা শুনে তারা সেই গাছের কাছে গেলো কিন্তু গাছও রাজা হতে আগ্রহী হলো না। ব্যাঙেরা সূর্যকে তা জানালো।
এবার সূর্য সারস পাখিটিকে রাজা হিসেবে নিযুক্ত করতে চাইলো। সারস পাখি রাজি হলো। রাজা হওয়ামাত্রই সারস পাখি লেকের ধারে থাকা সকল প্রাণীকে ডেকে পাঠালো।
এরপর পটাপট তাদের খেয়ে ফেললো। সেইসাথে ব্যাঙদেরও খেয়ে ফেললো।
শিক্ষা: দুষ্ট রাজার চেয়ে রাজা না থাকা ভালো