বোকা কুকুর ও নেকড়ে দল

এক গ্রামের পাশে একটি বন ছিলো। সেই বনে একদল নেকড়ে থাকতো। তারা একদিন বন থেকে বেরিয়ে গ্রামে আসলো।

গ্রামে তাদের এক কুকুরের সাথে দেখা হলো। কুকুরটি ছিলো এক কৃষকের। কুকুরকে দেখে নেকড়ে দল বললো, “তোমার কী কষ্টের জীবন!! খাওয়ার দাওয়া ঠিকমতো করতে পারো না।”

কুকুর অবাক হলো। বললো, “না, নেকড়ে ভাই। আমার মালিক আমাকে পর্যাপ্ত খাবার দেয়। সেগুলো খেয়ে আমার পেট ভরে যায়।”

নেকড়ে দল বললো, “কিন্তু তোমাকে তো প্রতিদিন একই খাবার খেতে হয়। বনে থাকলে দেখতে, কত ধরনের খাবার পাওয়া যায়।”

নেকড়ের কথা শুনে কুকুরের লোভ হলো। সে নেকড়ে দলের সাথে বনে যেতে রাজি হলো। বনে যাওয়ামাত্রই নেকড়ে দল কুকুরের উপর হামলা করলো।

পড়িমরি করে কুকুর সেখান থেকে এক দৌড় দিয়ে বাসায় ফিরে আসলো। কৃষককে সব খুলে বললো সে।

কৃষক লাঠি নিয়ে দুষ্ট নেকড়েদের তাড়া করে একেবারে বনের গহীনে পাঠিয়ে দিলো। এরপর নেকড়েরা আর কোনোদিন সেই গ্রামে আসেনি।

শিক্ষা: আমাদের যা আছে আমরা তা নিয়ে সন্তুষ্ট থাকবো