একদিন এক লোক বনের একটি গাছকে বললো, “গাছ ভাই, দয়া করে আমাকে একটু কাঠ দিবে? আমি কুঠার বানাবো।”
গাছ জিজ্ঞেস করলো, “কুঠার দিয়ে তুমি কী করবে?”
লোকটি উত্তর দিলো, “বাড়ি বানাবো।”
দয়ালু গাছ লোকটিকে কুঠার বানানোর জন্য কাঠ দিলো। লোকটি নতুন একটি কুঠার বানালো।
পরদিন সেই কুঠার নিয়ে লোকটি আবার সেই গাছের কাছে আসলো। গাছ বুঝতে পারলো, লোকটি এই কুঠার নিয়ে গাছ কাটতে যাচ্ছে।
গাছ হতাশ কণ্ঠে লোকটিকে বললো, “আমি তোমাকে কুঠারের জন্য কাঠ দিয়ে উপকার করলাম, আর তুমি আমাকে ও আমার ভাইদেরকেই কেটে ফেলবে!!”
লোকটি নিজের ভুল বুঝতে পারলো এবং কাঠের পরিবর্তে ইট-সিমেন্ট দিয়ে বাড়ি বানালো।
শিক্ষা: যে তোমাকে সাহায্য করেছে, কখনোই তার ক্ষতি করোনা