উটের ছায়া

একদিন এক লোক মরুভূমির দেশে গেলো। মরুভূমিতে চলাচলের জন্য একটি উট ভাড়া করলো লোকটি।

কিন্তু রৌদ্রের তীব্রতা দেখে সে যাত্রা বিরতির সিদ্ধান্ত নিলো। লোকটি উট নিয়ে মরুভূমিতে বসে রোদের তাপ কমার অপেক্ষা করতে লাগলো।

কিন্তু মরুভূমিতে রোদের তাপ এতই বেশি ছিলো যে, লোকটি এমনি বসে থাকতে পারলো না। উটের ছায়ায় বসতে গেলো লোকটি।

কিন্তু উটের মালিক তাকে বসতে দিলো না। বললো, “আমার উট। আমি উটের ছায়ায় বসবো।”

লোকটি পাল্টা জবাব দিলো, “না, ভাই। উটটি এখন আমি ভাড়া করেছি, তাই আমি উটের ছায়ায় বসবো।”

উটের মালিক ও লোকটির মধ্যে তুমুল ঝগড়া লেগে গেলো। এই সুযোগে উটটি সেখান থেকে পালিয়ে গেলো।

শিক্ষা: দুইজন ঝগড়া করলে তৃতীয় পক্ষ সবসময় লাভবান হয়