একদিন এক পথিক হাঁটতে হাঁটতে একটি গ্রামে গেলো। সেই গ্রামের সকলকে পথিক তার ঘুরাঘুরির অভিজ্ঞতা বলতে লাগলো।
পথিক বললো, “জানেন, একবার কী হয়েছিলো! একটা সিংহ আমার সামনে চলে এসেছিলো কিন্তু আমি মোটেও ভয় পাইনি। সাহসের সাথে সিংহের মোকাবেলা করেছি।”
গ্রামের লোকেরা পথিকের সাহসের প্রশংসা করতে লাগলো। হঠাৎ তারা একটি বাঘের গর্জন শুনতে পেলো। ভয়ে সবাই দৌড়ে পালাতে লাগলো।
তাদের সাথে পথিকও দৌড়াতে লাগলো। অবাক হলো গ্রামবাসী। পথিককে জিজ্ঞেস করলো, “ভাই, আপনি তো সিংহকেও ভয় পান না। তাহলে দৌড়াচ্ছে কেনো!?”
পথিক বললো, “আমাকে মাফ করে দেন, ভাই। আমি বড়াই করে বলেছিলাম। আমি আসলে অনেক ভীতু।”
শিক্ষা: আমাদের বড়াই করা উচিত নয়