একদা শীতের দেশের এক ধনী ছেলে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলো। কিন্তু মনমতো পাত্রী পাচ্ছিলো না।
অবশেষে, সে পছন্দমতো এক পাত্রী পেলো। ধনী ছেলেটি সেই পাত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালো।
ছেলেটিকে অবাক করে মেয়েটি বললো, “আমার মা আমাকে সেই ছেলের সাথেই বিয়ে দিবে যে পানিতে গর্ত করতে পারবে।”
ধনী ছেলে বললো, “কী অদ্ভুত কথা বলছো!! এটা তো কখনোই সম্ভব নয়। এমন শর্ত থাকে তোমার বিয়ে কখনোই হবেনা।”
মেয়েটি বললো, “আমার মা বলে, পানিতে গর্ত করা অসম্ভব কিছু নয়।”
অনেকদিন পেরিয়ে গেলো। গ্রীষ্ম পার হয়ে শীত আসলো। বরফ পড়তে শুরু করলো এবং পুরো শহর বরফে ঢেকে গেলো।
ধনী ছেলেটির মাথায় হঠাৎ একটি বুদ্ধি আসলো। সে তার পছন্দের পাত্রী ও তার মাকে একটি কুয়ার ধারে ডাকলো।
তাদের সামনে লাঠি দিয়ে বরফ জমা কুয়ার পানিতে গর্ত করলো। মেয়েটির মা খুশি হলো এবং ধনী ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হলো।
শিক্ষা: ইচ্ছা থাকলে উপায় হয়