অনেক বছর আগে এক সন্ন্যাসী ছিলো। তিনি কখনোই কারো ক্ষতি করতেন না। একদিন এক ইঁদুর তাঁর কাছে আসলো।
ইঁদুরটি সন্ন্যাসীকে বললো, “সন্ন্যাসী, আপনাকে কখনোই কোনো প্রাণীর ক্ষতি করতে দেখিনি। কীভাবে আপনি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারেন!?”
সন্ন্যাসী বললেন, “আমরা সবাই, বন্ধু। বন্ধুদের ক্ষতি করতে হয় না। আমরা যদি আমাদের বন্ধুদের ভালোবাসি, তাহলে তারাও আমাদের ভালবাসবে।”
ইঁদুর বললো, “আমি কি কাল থেকে আমার ইঁদুর বন্ধুদের নিয়ে আপনার কাছে আসতে পারি?”
সন্ন্যাসী বললো, “অবশ্যই আসতে পারো।”
পরদিন ইঁদুরটি তার বন্ধুদের নিয়ে সন্ন্যাসীর কাছে আসলো। সন্ন্যাসী তাদের খাবার খেতে দিলো।
পেট ভরে খেয়ে তারা খুশি মনে বাসায় ফিরে গেলো। সন্ন্যাসীর বাসা এলোমেলো করলো না, কোনো জিনিসও নষ্ট করলো না।
এরপর থেকে ইঁদুরের দল প্রতিদিন সন্ন্যাসীর বাসায় আসতো। সন্ন্যাসী তাদের যত্ন করে খাবার দিতো; সেগুলো খেয়ে তারা চুপচাপ বাসায় ফিরে যেতো।
শিক্ষা: আমাদের অন্যের সাথে ভালো আচরণ করা উচিত