একদা দুই কাকের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করা হলো, কে কত উঁচুতে উড়তে পারে।
প্রতিযোগিতা একটু কঠিন করার জন্য একটি নিয়ম তৈরি করা হলো যে, প্রতিযোগী কাকদের ১ কেজির একটি বস্তা মুখে নিয়ে উড়তে হবে।
প্রতিযোগিতা শুরুর আগে প্রথম কাক তার বস্তাতে ১ কেজি তুলা ভরে নিলো। কিন্তু দ্বিতীয় কাক তুলা নিলো না।
দ্বিতীয় কাক প্রতিযোগিতা শুরুর আগে আকাশের দিকে খেয়াল করলো। দেখলো, আকাশে অনেক মেঘ জমেছে।
তাই সে তার বস্তাতে ১ কেজি লবণ নিলো। ঈগল পাখি বন্দুকে গুলি ছুঁড়ে প্রতিযোগিতা শুরু করলো।
কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টিতে তুলাগুলো ভিজে ভারী হয়ে গেলো।
অপরদিক, বৃষ্টির পানিতে লবণগুলো গলে গেলো এবং দ্বিতীয় কাকের বস্তাটি একেবারেই হালকা হয়ে গেলো। হালকা বস্তা নিয়ে দ্বিতীয় কাক সহজেই অনেক উচ্চতায় উড়ে গেলো।
কিন্তু প্রথম কাক তার ভারী বস্তা নিয়ে কোনোভাবেই উপরে উড়তে পারলো না। উল্টা বস্তার ভারে সে নির্দিষ্ট উচ্চতা থেকে আরো নিচে নেমে গেলো।
ফলে দ্বিতীয় কাককে বিজয়ী ঘোষণা করা হলো।
শিক্ষা: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে জয় আসবেই