কাক ও শিয়ালের গল্প

একদিন এক ক্ষুধার্ত শিয়াল খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো। হঠাৎ দেখলো, একটি কাক এক টুকরো পনির মুখে গাছের ডালে বসে আছে।

শিয়াল কাকের কাছে গেলো। বললো, “কাক ভাই, তুমি কি জানো তোমার কণ্ঠ অনেক সুন্দর? তোমার কণ্ঠে গান অনেক সুন্দর শোনাবে।”

শিয়ালের কথা শুনে কাক বেশ খুশি হলো। একটু গা ঝাড়া দিয়ে বসলো কাক। শিয়াল কাককে গান গাওয়ার জন্য অনুরোধ করলো।

শিয়ালের অনুরোধে কাক গান গাইতে রাজি হলো। গান গাওয়ার জন্য কাক যেই না মুখ খুললো, তার মুখ থেকে পনিরের টুকরাটি মাটিতে পড়ে গেলো।

শিয়াল খপ করে পনিরের টুকরাটি মুখে পুড়ে নিলো।

“কত বোকা গো, তুমি!! আমি শুধুমাত্র পনিরের টুকরাটি নেওয়ার জন্য তোমার কণ্ঠের প্রশংসা করছিলাম।”, বলে শিয়াল দ্রুত সেখান থেকে চলে গেলো।

শিক্ষা: বুদ্ধি খাটিয়ে কাজ করা উচিত