এক বনে একটি বাদুড় বাস করতো। একদিন এক বেজি তাকে দেখতে পেলো এবং বললো, “আমি অনেক ক্ষুধার্ত। তোমাকে খাবো। প্রস্তুত হও।”
বাদুড় দ্রুত তার ডানাগুলো একসাথে করে বললো, “আমি তো পাখি না। আমি ইঁদুর।”
বেজি বললো, “তোমাকে পুরোপুরি ইঁদুরের মতো দেখাচ্ছে না যে!?”
বুদ্ধিমান বাদুড় উত্তর দিলো, “আমি একটু অসুস্থ, তাই।”
বেজিটি ইঁদুর খেতে পছন্দ করতো না। তাই বাদুড়টিকে ছেড়ে দিলো। কিছুক্ষণ পর আরেকটি বেজি বাদুড়ের কাছে আসলো।
বেজিটি বললো, “আমি ইঁদুর খেতে খুব পছন্দ করি। আমি তোমাকে খাবো।”
বাদুড় দ্রুত তার ডানা মেলে বললো, “দেখো… আমি ইঁদুর নই। আমি পাখি।”
এই বেজিও আগের বেজির মতো জিজ্ঞেস করলো, “তোমাকে পুরোপুরি পাখির মতো দেখাচ্ছে না কেনো!?”
বাদুড় তাকেও অসুস্থতার উত্তর দিলো। বেজিটি বাদুড়কে ছেড়ে দিলো। এভাবে বুদ্ধিমান বাদুড় নিজেকে বিপদ থেকে রক্ষা করলো।
শিক্ষা: বিপদে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়