একদিন এক ব্যবসায়ী ঘোড়ার পিঠে চড়ে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিলো। পথে এক ডাকাত তাকে আক্রমণ করলো।
ডাকাত বললো, “তোমার কাছে যা কিছু আছে, সব আমাকে দিয়ে দাও।”
ব্যবসায়ী বুদ্ধি খাটিয়ে বললো, “ঠিক আছে, আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে দিবো কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে।”
ডাকাত ব্যবসায়ীর শর্তটি জানতে চাইলো। ব্যবসায়ী বললো, “আমার সাথে দৌড়ে যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিবো।”
ডাকাত রাজি হলো। বললো, “চলো… শুরু করা যাক।”
“ঠিক আছে। চলো…” এই বলে ব্যবসায়ী ঘোড়া ছুটিয়ে ডাকাতের চেয়ে অনেক দূরে চলে গেলো। ডাকাত আর ব্যবসায়ীকে ধরতে পারলো না।
এভাবে ব্যবসায়ী দুষ্ট ডাকাতের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলো।
শিক্ষা: বিপদে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়