এক গ্রামে এক রাখাল বাস করতো। তার একটি ভেড়ার পাল ছিলো। একদিন ভেড়া চড়াতে চড়াতে সে বেশ বিরক্ত হয়ে গেছিলো।
নিজেকে বিনোদিত করতে অকারণেই “নেকড়ে! নেকড়ে!!” বলে চিৎকার শুরু করলো। রাখালের চিৎকার শুনে আশেপাশের গ্রামের মানুষ ছুটে আসলো।
এসে দেখলো কোনো নেকড়ে নেয়। গ্রামের মানুষকে এমন বোকা বানিয়ে বেশ মজা পেলো রাখাল। হো হো করে হেসে উঠলো সে।
পরেরদিন আবার রাখালটি “নেকড়ে! নেকড়ে!!” বলে চিৎকার করলো। আবারো গ্রামের মানুষ ছুটে এলো তাকে সাহায্য করতে। দেখলো, এবারো রাখালটি অকারণেই চিৎকার করেছে।
তৃতীয়দিন সত্যি সত্যি একটি নেকড়ে আসলো এবং ভেড়ার পালে আক্রমণ করলো। রাখাল প্রতিদিনের মতো চিৎকার করতে লাগলো।
রাখালের চিৎকার শুনে গ্রামবাসী ভাবলো, এবারো সে অকারণে চিৎকার করছে। তার কেউই আর আসলো না।
নেকড়েটি রাখালের অনেকগুলো ভেড়া খেয়ে ফেললো এবং রাখালটি কঠিন শিক্ষা পেলো।
শিক্ষা: মিথ্যা কথা বিপদ ডেকে আনে