এক ফেরিওয়ালার একটি গাধা ছিলো। একদিন ফেরিওয়ালা গাধার পিঠে করে এক বস্তা লবণ নিয়ে যাচ্ছিলো।
পথে একটি ব্রিজ পড়লো। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গাধাটি পা ফসকে নদীতে পড়ে গেলো। লবণগুলো সব পানিতে গলে গেলো।
পানি থেকে উঠার পর গাধার অনেক হালকা অনুভব হলো। গাধা ভাবলো, এটাই পিঠের ভার কমানোর উপায়।
তাই সেই প্রতিদিন ইচ্ছা করে পানিতে পড়ে যেতো। একদিন ফেরিওয়ালা গাধার চালাকি বুঝতে পারলো।
ফেরিওয়ালা গাধাকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলো। পরদিন সে গাধার পিঠে এক বস্তা তুলা বেঁধে দিলো।
সেদিনও ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় গাধাটি ইচ্ছা করে পানিতে পড়ে গেলো। তুলাগুলো পানিতে ভিজে অনেক ভারী হয়ে গেলো।
গাধা পানি থেকে উঠে পিঠের বস্তাটি দ্বিগুণ ভারী অনুভব করলো। এরপর থেকে গাধাটি আর কখনো ইচ্ছা করে পানিতে পড়েনি।
শিক্ষা: পরিশ্রমের কোনো বিকল্প নেই