এক গ্রামের পাশে একটি বড় পাহাড় ছিলো। একদিন এক বিকট শব্দে সেই গ্রামবাসীর ঘুম ভাঙলো।
শব্দের উৎস খুঁজতে খুঁজতে গ্রামবাসী দেখলো, বড় পাহাড়টি এমন বিকট শব্দে চিৎকার করছে।
সবাই অনেক ভয় পেলো। কেউ বললো, “মনে হয়, পাহাড়ের ভেতর থেকে কোনো বড় দৈত্য বেরিয়ে আসছে তাই কষ্টে পাহাড় এভাবে চিৎকার করছে।”
আরেকজন বললো, “আমার মনে হয়, ভূমিকম্প আসতে যাচ্ছে তাই পাহাড় এভাবে চিৎকার করে আমাদের তা জানান দিচ্ছে।”
এমন সময় পাহাড়ের ভেতরের এক গর্ত থেকে একটি ছোট্ট ইঁদুর বেরিয়ে আসলো। মুহূর্তেই পাহাড় তার চিৎকার থামিয়ে দিলো।
গ্রামবাসী অবাক হলো। বললো, “এই ছোট একটি ইঁদুরের জন্য পাহাড়টি এতক্ষণ এত কষ্ট পাচ্ছিলো!!”
শিক্ষা: ছোট বলে কাউকে অবহেলা করতে নেই