নিজেকে সাহায্য করি

এক গ্রামে জামিল নামের এক দয়ালু ভ্যান চালক ছিলো। এক ঝুম বৃষ্টির দিনে জামিল ভ্যান চালিয়ে বাসায় ফিরছিলো।

পথে পাশের গ্রামের এক লোকের সাথে তার দেখা হলো। লোকটি জামিলকে বললো, “জামিল ভাই, দয়া করে এই সবজিগুলো আমার বাসায় পৌঁছে দিবা?”

জামিল বললো, “অবশ্যই। কেনো দিবো না!!”

সবজিগুলো নিয়ে জামিল পাশের গ্রামে যাওয়ার পথে তার ভ্যানের চাকা কাঁদায় আটকে গেলো। কোনোভাবেই সে চাকাটা কাঁদা থেকে বের করতে পারছিলো না।

হঠাৎ জামিলের মাথায় একটি বুদ্ধি আসলো। ভ্যান থেকে নেমে সে ভ্যানের চাকা ঠেলতে লাগলো।

কয়েকবার এমন করার পর চাকাটি কাঁদা থেকে উঠে আসলো। জামিল আবার স্বচ্ছন্দে ভ্যান চালিয়ে পাশের গ্রামে সবজিগুলো দিতে গেলো।

শিক্ষা: ইচ্ছা থাকলে উপায় হয়