You are currently viewing blog-single.phpআলিবাবা

আলিবাবা

অনেক বছর আগের কথা। আলিবাবা নামের এক দরিদ্র কাঠুরে ছিলো, যার তিনটি গাধা ছিলো।

প্রতিদিনের মতো সেইদিনও আলিবাবা তার গাধাদের নিয়ে কাঠ কাটতে গেলো। হঠাৎ সে “খুল যা সিমসিম” কথাটি শুনতে পেলো।

কথাটি অনুসরণ করে আলিবাবা দেখলো, একদল ডাকাত একটি গুহার ভেতরে গোপন আস্তানা বানিয়েছে।

সুযোগ বুঝে আলিবাবা গুহার কাছে গেলো এবং “খুল যা সিমসিম” মন্ত্রটি বলে গুহার দরজা খুললো।

গুহার ভেতরে ঢুকে আলিবাবা প্রচুর ধনসম্পদ দেখতে পেলো। গাধাদের পিঠ বোঝায় করে ধনসম্পদ নিয়ে সে বাসায় ফিরে আসলো।

সেই ধনসম্পদ বিক্রি করে আলিবাবা সুখেশান্তিতে বসবাস করতে লাগলো। এরপর আর কখনো তাকে সেই গুহার আশেপাশে দেখা যায়নি।

শিক্ষা: প্রয়োজনের অতিরিক্ত কিছু নেওয়া ঠিক না