রিতু নামের এক ছোট মেয়ে ছিলো। সে সবসময় কাছ থেকে টিভি দেখতো, বিছানায় শুয়ে বই কাছে নিয়ে পড়তো।
মা সবসময় তাকে বলতেন, “রিতু, দূর থেকে টিভি দেখো। বইটা দূরে নিয়ে পড়ো। নাহলে কিন্তু চোখের ক্ষতি হবে।”
কিন্তু রিতু মায়ের কোনো কথায় শুনতো না। একদিন হঠাৎ রিতুর প্রচণ্ড মাথাব্যথা শুরু হলো। মা তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
ডাক্তার রিতুকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, “রিতু, তোমার চোখে একটু সমস্যা হয়েছে। তোমার চশমার প্রয়োজন।”
ডাক্তার রিতুকে আরো বললেন, “কয়েকদিন তোমার একদমই টিভি দেখা যাবেনা।”
ডাক্তারের কথা শুনে রিতুর খুব মন খারাপ হলো। সে ভাবলো যদি মায়ের কথা শুনতাম তাহলে এখন এত কষ্ট পেতে হতো না; টিভি দেখাও একেবারে বন্ধ হতো না।
এরপর রিতু আর কখনো মায়ের অবাধ্য হয়নি।
শিক্ষা: আমাদের চোখের যত্ন নেওয়া উচিত