একদিন চার বন্ধু এক কৃষকের ক্ষেত থেকে টমেটো চুরি করে খাচ্ছিলো। কৃষকটি তা দেখে ফেললো।
কৃষক ভাবলো, “টমেটো চোরদের শায়েস্তা করা উচিত। কিন্তু ওরা তো চারজন আর আমি একা। ওদের সাথে আমি কীভাবে পারবো!”
হঠাৎ কৃষকের মাথায় একটি বুদ্ধি আসলো। সে টমেটো চোরদের কাছে গেলো এবং বললো, “আমার ক্ষেতে স্বাগতম, ভাই। টমেটো আপনাদের অনেক পছন্দ?”
চোর দল উত্তর দিলো, “হ্যাঁ।”
কৃষক তাদের বললো, “ঠিক আছে, আপনারা এক এক করে আমার সাথে আসুন। আমি আপনাদের আরো টমেটো খাওয়াবো।”
চোররা এক এক কৃষকের সাথে করে গেলো। কৃষক তাদের ক্ষেতের এক কোণায় নিয়ে গেলো এবং বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে দিলো।
ব্যথায় কাতরাতে লাগলো চার বন্ধু। এমন সময় এক সন্ন্যাসী সেই পথ দিয়ে যাচ্ছিলো। চার বন্ধুকে কাতরাতে দেখে জিজ্ঞেস করলো, “কী হয়েছে তোমাদের?”
চার বন্ধু সব খুলে বললো। সব শুনে সন্ন্যাসী বললো, “তোমরা যেমন কাজ করেছো, তেমন প্রতিদান পেয়েছো। সবসময় মনে রাখবে, চুরির ফল কখনোই মিষ্টি হয়না। তেতো হয়।”
শিক্ষা: খারাপ কাজের ফল কখনোই ভালো হয়না