অসৎ দুধ ব্যবসায়ী

একদা এক গ্রামে এক দুধ ব্যবসায়ী ছিলো। সে সবসময় দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো।

দুধ ব্যবসায়ীর স্ত্রী তাকে বলতো, “মানুষকে এভাবে ঠকিয়ো না। একদিন তোমার বড় বিপদ হবে।”

কিন্তু অসৎ দুধ ব্যবসায়ী তার স্ত্রীর কোনো কথাই শুনতো না। এভাবে অনেক বছর কেটে গেলো।

অসৎ দুধ ব্যবসায়ীর ছেলে বড় হলো, বিয়ের বয়স হলো। ছেলের বিয়ের জন্য দুধ ব্যবসায়ী শহর থেকে সোনার গয়না কিনে নৌকাতে করে গ্রামে ফিরছিলো।

গ্রামের কাছাকাছি এসে নৌকাটি হঠাৎ উল্টে গেলো। সব গয়না পানিতে ডুবে গেলো।

মন খারাপ করে বাসায় ফিরলো দুধ ব্যবসায়ী। তাকে দেখে তার স্ত্রী বললো, “অন্যকে যদি না ঠকাতে তাহলে আজ তোমার এত বড় ক্ষতি হতো না।”

অসৎ দুধ ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলো এবং সততার সাথে ব্যবসা করতে লাগলো।

শিক্ষা: অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়