একদিন এক লোক তার অলস বন্ধুকে বললো, ‘তুমি কি জানো, তুমি যদি সাদা পাতিহাঁস দেখতে পাও তাহলে তোমার জীবন বদলে যাবে?”
অলস লোক অবাক হলো। বললো, “তাই নাকি!!”
অলস লোকের বন্ধু আবারো বললো, “কখনো কখনো ভোরবেলা ঐ পুকুর পাড়ে সাদা পাতিহাঁস দেখা যায়।”
সৌভাগ্যের আশায় পরদিন ভোরবেলায় অলস লোকটি পুকুর পাড়ে গেলো। কিন্তু কোনো হাঁস দেখতে পেলো না।
তবে সে দেখলো একজন চুপ করে তার ক্ষেত থেকে ফসল নিয়ে যাচ্ছে এবং তার কাজের লোক গোয়াল থেকে দুধ চুরি করছে।
অলস লোককে দেখে তারা বেশ অপ্রস্তুত হয়ে পড়লো এবং দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো।
সাদা পাতিহাঁস দেখার আশায় অলস লোকটি প্রতিদিন ভোরবেলা পুকুর পাড়ে আসতে লাগলো। তাই ধীরে ধীরে তার ক্ষেত ও গোয়াল থেকে চুরি হওয়াও বন্ধ হয়ে গেলো।
সেইসাথে অলস লোক সকাল সকাল ঘুম থেকে উঠছিলো বলে দিনটাও তার অনেক বড় মনে হচ্ছিলো। অনেক কাজ করার সময় পাচ্ছিলো সে।
আস্তে আস্তে তার ক্ষেত আরো ফসলে ভরে গেলো। গোয়ালের দুধ চুরি হচ্ছিলো না বলে সে বেশি পরিমাণ দুধ বাজারে বিক্রি করতে পারছিলো।
এভাবে তার অবস্থার অনেক উন্নতি হলো। ১ মাস পর অলস লোকের বন্ধু আবার তার সাথে দেখা করতে আসলো।
অলস লোক হতাশ কণ্ঠে বন্ধুকে বললো, “আমি আজও সাদা পাতিহাঁসের দেখা পাইনি, বন্ধু।”
বন্ধু বললো, “কে বলেছে, তুমি সাদা পাতিহাঁস দেখতে পাওনি! সাদা পাতিহাঁস বলতে আমি পরিশ্রম করার কথা বুঝিয়েছিলাম। দেখো, তুমি পরিশ্রম করেছো বলেই ১ মাসে কত উন্নতি করে ফেলেছো।”
অলস লোক তার বন্ধুর বুদ্ধিমত্তায় খুশি হলো এবং বন্ধুকে ধন্যবাদ জানালো।
শিক্ষা: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি