You are currently viewing blog-single.phpসহানুভূতিশীলতা একটি মহৎ গুণ

সহানুভূতিশীলতা একটি মহৎ গুণ

এক শহরে এক ধনী লোক বাস করতো। তার অঢেল অর্থ সম্পদ ছিলো কিন্তু সে কাউকে সাহায্য করতো না।

একদিন তার বাসায় হাউজ হেল্প ঘুরতে যাওয়ার জন্য তার কাছে কিছু টাকা চাইলো। ধনী লোক তাকে সাহায্য করতে নাকচ করলো।

হাউজ হেল্প অনেক কষ্টে টাকা জোগাড় করে ঘুরতে গেলো। কিছুদিন পরে ধনী লোকের বাসার সবাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো।

তার হাউজ হেল্প সকলকে অক্লান্ত সেবা দিয়ে সুস্থ করে তুললো। বিনিময়ে সে কিছুই আবদার করলো না।

ধনী লোক বুঝতে পারলো মানুষই মানুষের প্রয়োজনে এগিয়ে আসে, সাহায্য করে। হাউজ হেল্প-কে সাহায্য না করায় তার বেশ অনুশোচনা হলো।

এরপর থেকে ধনী লোক সকলকে সাহায্য করতো। কাউকে ফিরিয়ে দিতো না।

শিক্ষা: সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত