সাপ ও বোকা ব্যাঙ

একদা এক বয়স্ক সাপ পুকুরে শুয়ে ছিলো। সাপটি এতই বয়স্ক ছিলো যে, সে খাবারও শিকার করতে পারতো না।

ব্যাঙ বা কোনো পোকামাকড় ভুল করে তার মুখের কাছে আসলেই কেবল তার খাবার জুটতো।

একদিন ব্যাঙের রাজা ও রাজপুত্র বয়স্ক সাপের কাছে আসলো। বললো, “সাপ ভাই, আমাদেরকে একটু পিঠে করে পুকুরের ঐ পাড়ে নিয়ে যাবে?”

সাপ বললো, “ব্যাঙদের আমি পিঠে নেই না। ব্যাঙরা আমার পিঠে উঠলেই তাদের আমি খেয়ে ফেলি।”

ব্যাঙের রাজা বললো, “ঠিক আছে, আমি তোমাকে ব্যাঙ খাওয়ার অনুমতি দিলাম। কিন্তু রাজ বংশের কোনো ব্যাঙ তুমি খেতে পারবে না।”

সাপ বললো, “ঠিক আছে।”

ব্যাঙ রাজা ও রাজপুত্রকে পিঠে নিয়ে পুকুরের ঐপাড়ে যাওয়ার পথে সাপটি পুকুরের সব ব্যাঙ খেয়ে শেষ করে ফেললো।

পুকুরের ঐপাড়ে গিয়ে যেই না ব্যাঙ রাজা ও রাজপুত্র বৃদ্ধ সাপের পিঠ থেকে নামলো, সাপটি  তাদের খপ করে ধরে খেয়ে ফেললো।

শিক্ষা: শত্রুর সাথে বন্ধুত্ব করতে নেই