একদিন দুই বন্ধু , কাক ও কোয়েল একসাথে উড়ে বেড়াচ্ছিলো। উড়তে উড়তে তারা দেখলো, একটি লোক মাথায় করে দই নিয়ে যাচ্ছে।
“দইটা মিষ্টি মনে হচ্ছে। চলো, খাই।”, এই বলে কাকটি উড়ে গিয়ে দইয়ের হাড়িতে বসলো এবং দই খেতে লাগলো।
কাক দই খাওয়ার সময় দই এদিক ওদিক দিয়ে ছিটে পড়ছিলো। কেনো এমন হচ্ছে দেখার জন্য লোকটি দইয়ের হাড়িটি নিচে নামিয়ে রাখলো।
বিপদ বুঝতে পেরে কাকটি উড়ে অনেক দূর চলে গেলো। কিন্তু কোয়েল পাখি বেশি দ্রুত উড়তে পারতো না তাই সে পিছে পড়ে গেলো।
লোকটি উপরে তাকিয়ে কোয়েল পাখিকেই দেখতে পেলো। ভাবলো, কোয়েল পাখি এতক্ষণ তার হাড়ি থেকে দই খাচ্ছিলো।
তাই সে কোয়েলের দিকে ইট ছুড়তে লাগলো। কোয়েলের এই অবস্থা দেখে কাক দূর থেকে হো হো করে হাসতে লাগলো।
শিক্ষা: দুষ্ট বন্ধুর সাথে মেশার চেয়ে একা থাকা ভালো