You are currently viewing blog-single.phpলোভের ফল

লোভের ফল

একদিন এক শিকারি একটি হরিণ দেখতে পেলো। তির মেরে হরিণটি শিকার করলো সে। প্রাণ হারানোর আগে হরিণটি সেই তির দিয়ে শিকারিকে আঘাত করলো।

তিরের আঘাতে হরিণের সাথে শিকারিও প্রাণ গেলো। পাশেই এক ঝোপের আড়াল থেকে একটি শিয়াল সব দেখছিলো।

হরিণ ও শিকারি দুইজনে প্রাণ হারানোর পর শিয়ালটি ভাবলো, “বাহ… আজকে তো বেশ ভালো একটা দিন। এক সাথে দুইটি খাবার খাবো। হরিণকেও খাবো, শিকারিকেও খাবো।”

যেই ভাবা, সেই কাজ! লোভে পড়ে শিয়ালটি হাপুসহুপুস করে হরিণকে খেতে লাগলো। এমন সময় হরিণের গায়ে বিঁধে থাকা তিরে শিয়ালের গলা কেটে গেলো।

শিয়ালও প্রাণ হারালো। 

শিক্ষা: লোভের ফল কখনোই ভালো হয়না