একদা এক বনে গর্ত করে একটি বড় অজগর বাস করতো। অজগরটি অনেক বিষাক্ত ছিলো তাই কেউ তার ধারেকাছে যেতো না।
ফলে সে নিজেকে নিয়ে বেশ অহংকার করতো। নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী প্রাণী ভাবতো।
একদিন অহংকারী অজগর দেখলো, তার গর্তের পাশে পিঁপড়ের দল গর্ত করেছে। প্রচণ্ড রেগে গেলো সে।
নিজে নিজে বললো, “পিঁপড়েদের এত বড় সাহস, ওরা আমার গর্তের পাশে গর্ত করেছে!!”
পিঁপড়েদের বিতাড়িত করার জন্য অজগরটি তাদের গর্তে হানা দিলো। প্রাণ বাঁচাতে পিঁপড়েরা দল বেঁধে অজগরটির পুরো শরীরে কামড় দিতে লাগলো।
ব্যথায় চিৎকার করতে লাগলো অজগর। কিন্তু পিঁপড়েরা কোনোভাবেই তাকে ছাড়লো না।
অবশেষে, পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষা পেতে অজগরটি সেই বন থেকে পালিয়ে গেলো।
শিক্ষা: অহংকার পতনের মূল