You are currently viewing blog-single.phpবুদ্ধিমত্তার খেতাব

বুদ্ধিমত্তার খেতাব

একদিন এক খরগোশ একটি ডাইনির কাছে গিয়ে বললো, “আমি বুদ্ধিমান হিসেবে পরিচিত হতে চাই। আমাকে বুদ্ধিমত্তার খেতাব দাও।”

ডাইনি বললো, “ঠিক আছে, দিবো। তার আগে তোমার বুদ্ধিমত্তা প্রমাণ করো।” খরগোশ জানতে চাইলো, “কীভাবে?”

উত্তরে ডাইনি বললো, “একটি অজগর সাপকে আমার কাছে নিয়ে আসো।”

খরগোশ অজগরের কাছে গেলো। অজগরকে একটি দড়ি দেখিয়ে বললো, “অজগর ভাই, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি এই দড়ি থেকে কখনোই লম্বা হতে পারবে না।”

অজগর বেশ রেগে গেলো। বললো, “কী বলো, এইসব!! আমার লম্বা সম্পর্কে তোমার ধারণা আছে!?”

খরগোশ অজগরকে ডাইনির বাসা দেখিয়ে বললো, “ঠিক আছে, ঐ বাসার কাছে আসো। সেখান থেকে মাপা শুরু করি।”

এভাবে খরগোশ অজগরে ডাইনির কাছে নিয়ে আসলো। খরগোশের বুদ্ধিমত্তায় ডাইনি খুশি হলো।

বললো, “খরগোশ, তোমার আরেকটা পরীক্ষা হবে। তুমি যদি সেইটাতে উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাকে আমি বুদ্ধিমত্তার খেতাব দিবো।”

এবারে মৌমাছির দলকে ডাইনির কাছে নিয়ে আসার পরীক্ষা দেওয়া হলো খরগোশকে। বুদ্ধিমান খরগোশ একটি মিষ্টি কুমড়াতে ফুটা করে সেখানে মধু ঢাললো।

এরপর মিষ্টি কুমড়াটি নিয়ে মৌচাকের কাছে গেলো। একদল মৌমাছি মিষ্টি কুমড়াকে মৌচাক ভেবে মিষ্টি কুমড়ার ভেতরে ঢুকে গেলো।

খরগোশ দ্রুত মিষ্টি কুমড়াটির মুখ বন্ধ করে সেটি ডাইনির কাছে নিয়ে আসলো। খরগোশের বুদ্ধিমত্তা দেখে ডাইনি আবারো বেশ খুশি হলো এবং খরগোশকে বুদ্ধিমত্তার খেতাব দিলো।

শিক্ষা: বুদ্ধিমত্তা শেখা যায়না, অর্জন করতে হয়