রৌদ্র ঝলমলে একদিনে এক শিয়াল হেঁটে যাচ্ছিলো। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ফাঁদে আটকা পড়লো সে।
অনেক চেষ্টার পর যদিও শিয়ালটি নিজেকে মুক্ত করতে পারলো কিন্তু তার লেজটি ফাঁদেই আটকে থাকলো। সে লেজ ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো সে।
কিন্তু তার লেজ তো মুক্ত হলোই না বরং কাটা পড়লো লেজটি। “হায় হায়, লেজ ছাড়া আমি কীভাবে সবার সামনে যাবো! সকলে তো আমাকে দেখে হাসবে!”, ভাবলো শিয়াল।
একটি বুদ্ধি আটলো সে। বনের সকল শিয়ালকে নিয়ে লেজাকাটা শিয়াল একটি মিটিং ডাকলো। সবাই আসলো।
লেজকাটা শিয়ালকে দেখে অবাক হলো তারা। কীভাবে এমন হলো তা জানতে চাইলো।
শিয়ালটি বললো, “আমি ইচ্ছা করে আমার লেজ কেটে ফেলেছি কারণ লেজকাটা শিয়ালকে অনেক সুন্দর দেখায় এবং লেজ ছাড়া চলাফেরা করতে অনেক সুবিধা হয়।”
এক বয়স্ক শিয়াল আসল ঘটনা বুঝতে পারলো এবং লেজকাটা শিয়ালটিকে বললো, “ফাঁদে তোমার লেজ কাটা পড়েছে, তাই তো? তুমি চাচ্ছো তোমার মতো অন্যদেরও লেজকাটা পড়ুক তাই তুমি এই একথা বলছো।”
বয়স্ক শিয়ালটির কথা শুনে লেজকাটা শিয়াল কিছু বলতে পারলো না। সবাই বুঝতে পারলো বয়স্ক শিয়াল সত্য কথা বলছে।
লেজকাটা শিয়ালের অবস্থা দেখে তারা হাসাহাসি করতে শুরু করলো।
শিক্ষা: অতি চালাকের গলায় দড়ি