এক দেশে এক কুকুর বাস করতো। হঠাৎ সে দেশে দুর্ভিক্ষ দেখা দিলো। খাবারের খোঁজে কুকুরটি নতুন এক দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিলো।
অনেকটা পথ হেঁটে সে নতুন দেশে পৌছালো। এবার খাবার খোঁজার পালা। খাবার খুঁজতে খুঁজতে সে একটি বাসা দেখতে পেলো। বাসাটির দরজা খোলা ছিলো।
ভেতরে গিয়ে দেখলো বাসা ভর্তি খাবার। মন ভরে খেলো সে। খাওয়া শেষে কুকুরটি বাসা থেকে বের হওয়ার পর সে দেশের কিছু কুকুর তাকে তাড়া করলো এবং অনেক মারধর করলো।
আহত কুকুরটি ভাবলো, “নিজের দেশে আমি কত আরামে জীবনযাপন করতাম। একটুখানি খাবারের সন্ধানে এসে আমাকে কত মার খেতে হলো! নিজের দেশই ভালো। আমার সেখানেই ফিরে যাওয়া উচিত।”
কুকুরটি নিজের দেশে ফিরে গেলো। তার বন্ধু এবং আত্মীয়স্বজন তার সাথে দেখা করতে আসলো। তারা কুকুরটিকে জিজ্ঞেস করলো, “নতুন দেশ কেমন?”
কুকুরটি বললো, “নতুন দেশে খাবারের কোনো অভাব নেই ঠিকই কিন্তু সে দেশের কুকুররা তোমাকে কখনো আপন করে নিবেনা। তোমাকে মারধর করবে। তাই নিজের দেশে থাকাই ভালো।”
শিক্ষা: দূরের জিনিস সবসময় ভালো মনে হয়