সূরা আত তাকাসুর / Surah At-Takathur / التكاثر

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আলহা-কুমুত্তাকা-ছু র

হাত্তা-ঝুরতুমুল মাকা-বির

কাল্লা-ছাওফা তা‘লামূন

ছু ম্মা কাল্লা-ছাওফা তা‘লামূন

কাল্লা-লাও তা‘লামূনা ‘ইলমাল ইয়াক্বীন

লাতারাউন্নাল জাহীম(আ)

ছু ম্মা লাতারাউন্নাহা-‘আইনাল ইয়াক্বীন

ছু ম্মা লাতুছআলুন্না ইয়াওমাইযিন ‘আনিন্না‘ঈম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

বহু বছর আগের কথা। কোন দলের ধনসম্পদ সবচেয়ে বেশি তা নিয়ে মক্কায় দুই দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো।

প্রতিযোগিতার এক পর্যায়ে তারা কবরস্থানে গেলো এবং কবরস্থানে কোন দলের কতজন আত্মীয়-স্বজন আছে সেটাও গুণতে শুরু করলো।

এমন সময় মহান আল্লাহ তায়ালা সূরা আল-তাকাসুর নাযিল করলেন। 

এই সূরার মাধ্যমে মহান আল্লাহ তায়ালা বললেন যে, আমাদের কোনো কিছু নিয়ে বড়াই করা উচিত নয়। কারণ আমাদের যা কিছু আছে তা সবকিছুই আমরা আল্লাহর রহমতের কারণে পেয়েছি।

আল্লাহ যদি আমাদের রহমত না দিতেন তাহলে আমাদের কোনো কিছুই থাকতো না। তাই আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত।