একদা এক দরিদ্র মহিলা একটি সোনার ডিম পাড়া হাঁস পেলো। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিতো। সেই ডিম বাজারে বিক্রি করে মহিলাটি অনেক টাকা পেতো।
ধীরে ধীরে মহিলাটি প্রচুর টাকার মালিক হয়ে গেলো কিন্তু তার অভাব মিটলো না। উল্টো মহিলাটির টাকার চাহিদা আরো বাড়তে লাগলো।
একদিন লোভে পড়ে মহিলাটি সোনার ডিম পাড়া হাঁসকে জবাই করলো।
মহিলাটি ভেবেছিলো, হাঁসটির পেটে অনেকগুলো সোনার ডিম পাওয়া যাবে এবং একসাথে সেগুলো বিক্রি করে সে আরো বড়লোক হবে।
কিন্তু একি! লোভী মহিলা হাঁসের পেটে কেটে দেখলো, পেটে কোনো ডিম নেই। এদিকে সোনার ডিম দেওয়ার জন্য হাঁসটিও আর বেঁচে রইলো না।
মহিলাটি হতাশ হয়ে মাথায় হাত বসে পড়লো।
শিক্ষা: লোভের ফলাফল কখনো ভালো হয়না