ভাস্করের চালাকি

একদা এক ভাস্কর ছিলো যে ভিন্নধর্মী ভাস্কর্য বানানোর জন্য বেশ বিখ্যাত ছিলো। একদিন সে একটি প্রতিযোগীতায় অংশগ্রহণ করলো। সেখানে তাকে তার মতো দেখতে ১০টি ভাস্কর্য বানাতে বলা হলো।

৯টি ভাস্কর্য বানানোর পর ভাস্করের মনে হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে আরেকটা ভাস্কর্য বানানো তার পক্ষে সম্ভব নয়।

সে মনে মনে বললো, “১০ নম্বর ভাস্কর্য হিসেবে আমি নিজেই দাঁড়িয়ে যাই। কেউ বুঝতে পারবে না।”

প্রতিযোগীতার সময় শেষ হলো। বিচারকমণ্ডলী সকল ভাস্করের ভাস্কর্যগুলো পর্যালোচনা করতে লাগলেন। 

যখন তারা এই বিখ্যাত ভাস্করের ভাস্কর্যগুলোর পর্যালোচনা করতে আসলো তখন সেগুলোর ভাস্করকে খুঁজলেন। বললেন, “এই ভাস্কর্যগুলোর ভাস্কর কোথায়?”

ভাস্কর্য হিসেবে দাঁড়িয়ে থাকা ভাস্কর ভুলবশত বলে উঠলো, “আমিই এই ভাস্কর্যগুলোর ভাস্কর।”

ভাস্করের এমন ফাঁকিবাজিতে বিচারকমণ্ডলী বিরক্ত হলেন এবং তাকে প্রতিযোগিতা থেকে বাতিল ঘোষণা করলেন।

শিক্ষা: কখনো অন্যকে ধোঁকা দিতে নেয়