একদিন এক অহংকারী মশা এক সিংহকে বললো, “তোমাকে সবাই ভয় পেলেও আমি মোটেও ভয় পাই না। যদিও তোমার দাঁত ও নখ বেশ ধারালো তবুও তুমি আমার সাথে জিততে পারবে না। আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। একথা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।”
সিংহ মশার চ্যালেঞ্জ গ্রহণ করলো। নিজের বাহাদুরি দেখাতে মশা সিংহের নাকের উপর গিয়ে বসলো।
নাকের উপর মশাকে অনুভব করতে পারলো সিংহ এবং থাবা দিয়ে তাকে ধরার চেষ্টা করলো। কিন্তু ধরতে পারলো না। উল্টো ধারালো নখ দিয়ে নিজের নাকেই আঁচড় দিয়ে বসলো সে।
সিংহের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করলো। সিংহের সাথে লড়াইয়ে জিততে পেরে নিজের প্রতি অহংকার আরো বেড়ে গেলো মশার। খুশিতে নাচতে শুরু করলো সে।
নাচতে নাচতে কখন যে মাকড়সার জালের কাছে চলে গেলো, খেয়ালই করলো না। জালে আটকা পড়লো মশা। সাথে সাথে মাকড়সা তাকে খেয়ে ফেললো।
শিক্ষা: অহংকার পতনের মূল






